CLASS -VI

ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন বিচিত্রা – থার্ড সামিটিভ সমাধান ২০২৫

ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় আমাদের সাহিত্য ও ব্যাকরণে আরও গভীর জ্ঞান দেয়। শিক্ষার্থীরা যাতে পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে, সেই জন্য প্রশ্ন বিচিত্রা বইয়ের থার্ড সামিটিভ সমাধান এখানে দেওয়া হলো।


  1. প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে পড়াশোনা করো।
  2. কবিতা ও গদ্যের মূলভাব বুঝে পড়ো।
  3. ব্যাকরণ নিয়মিত অনুশীলন করো।
  4. রচনা নিজের ভাষায় লেখার অভ্যাস করো।
  5. মডেল টেস্ট অনুশীলন করো।

ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় শেখার মাধ্যমে শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি ও ব্যাকরণের উপর গভীর ধারণা লাভ করে। পরীক্ষার আগে প্রশ্ন বিচিত্রার থার্ড সমিটিভ সমাধান পড়লে প্রস্তুতি আরও ভালো হয়। তবে শুধু উত্তর দেখে মুখস্থ না করে বোঝার চেষ্টা করতে হবে।